কে আমি ?


চোখ বলে চোখ চলে গেলে সব মিছে,
মন বলে মনের চোখ সেত আছে।
দেহ বলে মন থেকে আমারই ভেতর,
প্রান বলে গেলে চলে দেহ সেত নিথর।
আমি বলি আমি যে কে?
পাইনা কিছু খুঁজে।
কে আমি, আমি কে
আমি কে, কে আমি।। 

স্নায়ু বলে সব চলে আমারই কথায়,
খুন(রক্ত) বলে সেও চলে যদি আমি চাই।
আমি বলি আমি যে কে?
পাইনা কিছু খুঁজে।
কে আমি, আমি কে
আমি কে, কে আমি।।

নাসিকা কয়, বায়ু লয় আমি হলাম শুরু,
হৃদ বলে যে যাই বলে আমি হলাম গুরু।
আমি বলি আমি যে কে?
পাইনা কিছু খুঁজে।
কে আমি, আমি কে
আমি কে, কে আমি।।


(মাঝে মাঝে নিজেকে খুঁজি, নিজের ভেতরে প্রশ্ন জাগে কে আমি? মন, প্রান, দেহ সব কিছুরই আলাদা অস্তিত্ব আছে, তাহলে আমি কে? নাকি আমি কেউ না...........)